বিষয়: পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান।
আমরা উপকরণ কর নিয়ে আলোচনা করছি। আজ প্রসঙ্গ পরিবর্তন করবো। আগামী টিপসে আবার প্রসঙ্গে ফিরে আসবো, ইন-শা-আল্লাহ্।
পাঠকদের কাছ থেকে প্রায়ই প্রশ্ন আসে যে পাটজাত পণ্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান কি? পাটজাত পণ্যের ওপর কোনো স্তরে ভ্যাট নেই। ভ্যাট আইনের প্রথম তফসিল দ্বারা কাঁচা পাট ভ্যাটমুক্ত। জুট মিল প্রচুর কাঁচা পাট কিনে। সেক্ষেত্রে ভ্যাট কর্তন করতে হবে না। এসআরও নং-১৩৬-আইন/২০২৩/২১৩-মূসক, তারিখ: ২১ মে, ২০২৩ এর টেবিল-৩ অনুসারে, পাটজাত পণ্য উৎপাদন স্তরে ভ্যাটমুক্ত। আমাদের দেশে অনেক মানুষ বিশেষ করে নারী উদ্যেক্তারা পাট থেকে নানাবিধ পণ্য উৎপাদন করে বিক্রি করেন, রপ্তানিও করেন। এক্ষেত্রে ভ্যাট নেই। উক্ত এসআরও এর টেবিল-৪ অনুসারে, পাটজাত পণ্য উৎসে ভ্যাট কর্তনকারীর নিকট সরবরাহ দিলে যোগানদার হিসেবে ভ্যাট প্রযোজ্য হবে না। অর্থাৎ উৎসে ভ্যাট কর্তনকারী দপ্তর পাটজাত পণ্য কিনলে উৎসে ভ্যাট কর্তন করবে না। এখন পাটের সুন্দর সুন্দর গিফট আইটেম বিশেষ করে ব্যাগ পাওয়া যায়, যা উৎসে কর্তনকারী দপ্তর ক্রয় করে। এক্ষেত্রে উৎসে ভ্যাট কাটতে হবে না। উক্ত এসআরও এর টেবিল-৫ অনুসারে, ব্যবসায়ী স্তরে (ট্রেডিং স্টেজ) পাটজাত পণ্যের ওপর ভ্যাট নেই। তাহলে দেখা যায় যে, পাট ও পাটজাত পণ্যের ওপর কোনো স্তরে ভ্যাট নেই। তবে, একটা বিষয় বলে রাখা ভালো যে, এসআরও এর মাধ্যমে ভ্যাটমুক্ত করা হলে সেক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন নিতে হয়, ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) ইস্যু করতে হয়, হিসাবপত্র রাখতে হয় এবং দাখিলপত্র দাখিল করতে হয়। তবে, ভ্যাট চালানপত্র ইস্যু করার ক্ষেত্রে ভ্যাটের ঘরে লেখে দিতে হয় যে, এসআরও অনুসারে ভ্যাটমুক্ত। এই বিষয়গুলো পালন না করলে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
তাহলে দাঁড়ালো এই যে, পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে কোনো স্তরে ভ্যাট নেই। এই বিষয়টা প্রচুর ছোটো ছোটো উদ্যোক্তার জানা দরকার। আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ সোশাল মিডিয়াতে এই টিপসটা শেয়ার করুন এবং অন্যান্য টিপসগুলোও দয়া করে শেয়ার করার অনুরোধ রইলো।
ধন্যবাদ ও শুভ কামনা।
ড. মোঃ আব্দুর রউফ, ভ্যাট বিশেষজ্ঞ ও ভ্যাট প্রশিক্ষক।
Thursday, May 8, 2025
বিষয়: পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান।
Subscribe to:
Comments (Atom)
বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ (ড. মোঃ আব্দুর রউফ স্যার)
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ প্রথমে একটা জরুরী ও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সেটা হলো, যদি...
-
আমদানিস্তরে বিবিধ শুল্ক ও কর আরোপ করার পদ্ধতি: আমদানি স্তরে ভিত্তিমূল্য বা Assessable Value নির্ণয়ের পরে Bill of Entry মাধ্যমে ছয়টি শুল্ক,...
-
উত্তর: জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ অনুসারে, শতভাগ রপ্তানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ই...
-
VALUE ADDED TAX (VAT & SD) HIGHLIGHTS OF BUDGET 2024-2025 €. Any entity (regardless of the legal form) having turnover more t...