আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১
প্রথমে একটা জরুরী ও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সেটা হলো, যদি ভ্যাট হারের পরিবর্তন করা হয় বা ভ্যাট আরোপ বা প্রত্যাহার করা হয়, তাহলে সে বিধান গতকাল অর্থাৎ জুন ০২ তারিখ থেকে কার্যকর হয়েছে। অন্যান্য বিধান ০১ জুলাই থেকে কার্যকর হবে।
নির্মাণ সংস্থা অর্থাৎ কন্ট্রাক্টর, যোগানদার এবং সিএন্ডএফ এজেন্ট এর ক্ষেত্রে ভ্যাট রিটার্ন ৬ মাসে একবার দাখিল করতে হবে। আগে প্রতি মাসে দাখিল করতে হতো।
তবে, কোনো কন্ট্রাকটর, যোগানদার বা সিএন্ডএফ এজেন্ট যদি উৎসে কর্তনকারী সত্তা হয়, অর্থাৎ যদি লিমিটেড কোম্পানি হয় বা বার্ষিক টার্নওভার ১০ কোটি টাকার বেশি হয়, তাহলে এই সুবিধা পাবে না। তাদেরকে প্রতি মাসেই দাখিলপত্র দাখিল করতে হবে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ