Wednesday, February 26, 2025

বিষয়: ভ্যাট আইনের প্রথম তফসিলের ২.৫ কেজির ব্যাখ্যা।

প্রিয় ভ্যাট নিবন্ধিত ব্যক্তি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভ্যাট ফোরাম কর্তৃক জনমনে ভ্যাট সচেতনতা সৃষ্টির কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ভ্যাট আইনের যে বিষয়টা আলোচনা করবো, সেটা হলো, প্রথম তফসিলের ২.৫ কেজির ব্যাখ্যা। প্রথম তফসিলের প্রথম খন্ড হলো ভ্যাটমুক্ত পণ্যের তালিকা। এই তালিকায় মাঝে মাঝে লেখা রয়েছে “২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত”। এর অর্থ কেউ কেউ বুঝতে পারেন না। এর অর্থ হলো, এগুলো ভ্যাযোগ্য পণ্য।


একটা উদাহরণ দেয়া যাক। প্রথম তফসিলের শিরোনামা সংখ্যা ১২.০৪ এর  বিপরীতে উল্লিখিত তিসি, ভাঙ্গা হউক বা না হউক ভ্যাটমুক্ত। এখানে ব্র্যাকেটে লেখা আছে যে, ২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত। অর্থাৎ তিসি ভাঙ্গা হোক বা আস্ত হোক, যদি আধা কেজি, ১ কেজি, ২ কেজি, ২.৫ কেজি ইত্যাদি ওজনের প্যাকেটে মোড়কজাত হয় বা যদি টিনজাত করা হয় তাহলে ভ্যাটযোগ্য হবে। এর বেশি ওজনের মোড়কজাত বা টিনজাত হলে ভ্যাটযোগ্য হবে না; আর লুজ হলে ভ্যাটযোগ্য হবে না। আশা করি, আমরা ২.৫ কেজির বিষয়টা বুঝতে পেরেছি। ছোটো প্যাকেটে মূল্য সংযোজন বেশি হয় বলে এমন বিধান করা হয়েছে।     


ধন্যবাদ ও শুভ কামনা।

ডঃ মোঃ আব্দুর রউফ

No comments:

Post a Comment

বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ (ড. মোঃ আব্দুর রউফ স্যার)

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ প্রথমে একটা জরুরী ও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সেটা হলো, যদি...