Monday, December 16, 2024

বিষয়: শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের যোগানদার সেবার ভ্যাট অব্যাহতি পাওয়ার পদ্ধতি কি?

উত্তর: জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ অনুসারে, শতভাগ রপ্তানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ইপিজেড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান কতিপয় সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা পায়। তার মধ্যে একটা সেবা হলো, যোগানদার। তবে, যোগানদার সেবার ভ্যাট অব্যাহতি নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা রয়েছে। এই জটিলতা সৃষ্টি হয়েছে মূলত যোগানদার সেবা বলতে কী বোঝায় সে বিষয়ে কারো কারোর মনে অস্পষ্টতা থাকার কারণে। অনেক সময় দেখা যায় যে, আমদানিকারক বা উৎপাদনকারী বা ব্যবসায়ী যিনি সরবরাহ প্রদান করুন না কেনো ওই সরবরাহ যোগানদার সেবা হিসাবে ভ্যাটমুক্ত হবে বলে মনে করা হয়। এখান থেকে মূলত জটিলতার সৃষ্টি হয়। 

ভ্যাট ব্যবস্থাপনায় সরবরাহ কে দিয়েছে তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য সরবরাহ দিতে পারেন একজন উৎপাদনকারী বা আমদানিকারক বা স্থানীয় ব্যবসায়ী বা যোগানদার। উৎপাদনকারী বা আমদানিকারক বা স্থানীয় ব্যবসায়ী যদি কোনো পণ্য সরবরাহ দেন, তাহলে সে সরবরাহ যোগানদার সেবা হিসাবে গণ্য হবে না। যোগানদার হলেন তিনি, যিনি উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে বা আমদানিকারকের কাছ থেকে ক্রয় করে বা স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে সরবরাহ প্রদান করেন। কোনো প্রতিষ্ঠানকে যোগানদার হতে হলে তার ভ্যাট নিবন্ধনের আবেদনপত্রে (মূসক-২.১) তা উল্লেখ থাকতে হবে এবং ভ্যাট নিবন্ধন সনদপত্রে procurement provider বা service renderer উল্লেখ থাকতে হবে। তার ট্রেড লাইসেন্সে “সরবরাহকারী” উল্লেখ থাকতে হবে। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কোনো পণ্য সরবরাহকারী যদি যোগানদার হয়, তাহলে ভ্যাট চালানপত্রে ভ্যাটের কলামে সীল দিয়ে বা হাতে লিখে দিতে হয় যে, এসআরও নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ অনুসারে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। এটা কোথাও উল্লেখ না থাকলেও এটা ব্যাপকভাবে পরিপালন করা প্রথা। মাঠ পর্যায়ে দেখা যায় যে, বেশিরভাগ প্রতিষ্ঠান ভ্যাট চালানপত্র ছাড়াই যোগানদার সেবার ভ্যাট অব্যাহতি সুবিধা দাবি করে, তখন জটিলতার সৃষ্টি হয়। তাছাড়া, উক্ত এসআরও অনুসারে, যোগানদার সেবার মাধ্যমে যেসব পণ্য বা উপকরণ ক্রয় করা হয় সেগুলো অবশ্যই শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত হতে হবে। 

সাধারণত উৎপাদনকারী যোগানদার হয় না, আমদানিকারক যোগানদার হয় না, স্থানীয় ব্যবসায়ী যোগানদার হয় না। যোগানদার হলো একটা আলাদা সত্তা। যোগানদার উৎপাদনকারী বা আমদানিকারক বা স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে সরবরাহ দেন। তবে, কোনো উৎপাদনকারী বা আমদানিকারক বা স্থানীয় ব্যবসায়ী যদি অন্য কোনো উৎপাদনকারী বা আমদানিকারক বা স্থানীয় ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করে সরবরাহ দেন; তবে তার ভ্যাট নিবন্ধনের আবেদনপত্র, ভ্যাট নিবন্ধনপত্র এবং ট্রেড লাইসেন্সে উল্লেখ থাকলে তিনি যোগানদার হিসেবে গণ্য হতে পারেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। 

ধন্যবাদ এবং শুভ কামনা।


ড. মোঃ আব্দুর রউফ

১৭.১২.২০২৪

Saturday, December 14, 2024

দিনমজুর সেবার ওপর ভ্যাট প্রযোজ্য হবে কিনা?

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

মাঠ পর্যায়ে একটা বিষয় নিয়ে মাঝে মাঝে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টা হলো, দিনমজুর সেবার ওপর ভ্যাট প্রযোজ্য হবে কিনা। দিনমজুর সেবাকে অনেক সময় মানব সম্পদ সরবরাহ সেবা (কোড এস০৭২.০০) হিসেবে ভ্যাট প্রযোজ্য হবে মর্মে বলা হয়। দিনমজুর সেবা এবং মানব সম্পদ সেবার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বা সামগ্রিক ব্যবস্থাপনার জন্য চুক্তির ভিত্তিতে, পণের বিনিময়ে, দক্ষ ও অদক্ষ জনশক্তি সরবরাহ দিয়ে থাকে যার মধ্যে শ্রমিক ঠিকাদারও অন্তর্ভুক্ত হবে। মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠান নিজে চালানপত্র ইস্যু করে, নিজে পেমেন্ট নেয়, তারপর মানব সম্পদকে পেমেন্ট প্রদান করে। আর দিনমজুর হলো, যিনি সরাসরি নিজে শ্রমের কাজ করেন, নিজে ভাউচারে স্বাক্ষর করেন, নিজে পেমেন্ট নেন।  

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খন্ডের অনুচ্ছেদ ৬(ক) মোতাবেক কাঠমিস্ত্রী, রাজমিস্ত্রী, ইলেকট্রিক্যাল মিস্ত্রী, অভিনেতা, গায়ক, লেখক, পেশাদার ক্রীড়াবিদ, নৃত্যশিল্পী ইত্যাদি সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। দিনমজুর সেবার ক্ষেত্রে ভ্যাট সরাসরি অব্যাহতি দেয়াই যুক্তিযুক্ত ছিল। তবে, ভ্যাট আইনের ধারা ২(৬) এ অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞায় কর্মচারীর সেবা অন্তর্ভুক্ত না থাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, দিনমজুর ইত্যাদি সেবার ক্ষেত্রে ভ্যাট আহরণ করা হয় না। তাই, দিনমজুর যখন নিজে শ্রমের কাজ করে সরাসরি পেমেন্ট নেবে তখন ভ্যাট প্রযোজ্য হবে না। তবে, কোনো প্রতিষ্ঠান যদি দিনমজুর হায়ার করে সরবরাহ করে তাহলে প্রতিষ্ঠানটির সেবা মানব সম্পদ সরবরাহ সেবা হিসাবে ভ্যাটযোগ্য হবে।

ধন্যবাদ ও শুভেচ্ছা। 

ড. মোঃ আব্দুর রউফ

০১/১২/২০২৪

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৪ উপলক্ষে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি বিষয়ে পরামর্শমূলক নির্দেশনা

 বিষয়: ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৪ উপলক্ষে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি বিষয়ে পরামর্শমূলক নির্দেশনা


সম্মানিত পাঠক,

ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ আমাদের আলোচনা হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ভ্যাট কমপ্লায়েন্স রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং তা সঠিকভাবে পালনের উপায় নিয়ে।


ভ্যাট, বা মূসক, রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির একটি প্রধান মাধ্যম। এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা কেবল সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করে না, বরং আপনার প্রতিষ্ঠানের সুনাম এবং কার্যক্রমের স্বচ্ছতাও নিশ্চিত করে।


ভ্যাট কমপ্লায়েন্সের প্রধান উপাদানসমূহ


১. ভ্যাট রেজিস্ট্রেশন/এনলিস্টমেন্ট

ব্যবসার প্রকৃতি অনুযায়ী যথাযথ ভ্যাট রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে সংরক্ষণ এবং ব্যবসার সংশ্লিষ্ট নথিপত্রে ব্যবহার করতে হবে।


২. সঠিক হিসাব সংরক্ষণ

প্রতিটি বিক্রয় ও ক্রয়ের জন্য বৈধ চালান বা ভ্যাট চালান (Mushak 6.3) ইস্যু করতে হবে। মাসিক বিক্রয় ও ক্রয়ের রেকর্ড সংরক্ষণ এবং তা যথাযথভাবে ভ্যাট রিটার্নে উল্লেখ করতে হবে।


৩. মাসিক ভ্যাট রিটার্ন দাখিল

প্রতিমাসে নির্ধারিত তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। রিটার্নে প্রদত্ত তথ্য সঠিক এবং আপডেটেড হতে হবে। সঠিকভাবে সেই মোতাবেক প্রযোজ্য হলে অডিট রিপোর্ট তৈরি করতে হবে।


৪. VAT Online ব্যবহার

অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এনবিআরের অনলাইন পোর্টাল ব্যবহার করা সহজ এবং কার্যকর। এটি ব্যবসার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে।


সঠিকভাবে ভ্যাট কমপ্লায়েন্স বজায় রাখার সুবিধাসমূহ


আইনি জটিলতা এড়ানো: যথাযথ ভ্যাট রক্ষণাবেক্ষণ করায় প্রতিষ্ঠানকে জরিমানা বা মামলার সম্মুখীন হতে হয় না।

ব্যবসার সুনাম বৃদ্ধি: সঠিক কমপ্লায়েন্স আপনার প্রতিষ্ঠানকে গ্রাহক এবং অংশীদারদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।

সরকারি সুবিধা প্রাপ্তি: নির্ভুল রেকর্ড এবং রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানগুলি সরকার থেকে বিভিন্ন প্রণোদনা বা সুবিধা পেতে পারে।


ভ্যাট কমপ্লায়েন্স বজায় রাখার জন্য সুপারিশ

- একজন দক্ষ হিসাবরক্ষক বা ভ্যাট বা আইন বিষয়ক পরামর্শক নিয়োগ করা;

- ভ্যাট সংক্রান্ত আইন ও নিয়মাবলী সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা;

- আইনের নতুন নিয়মনীতি সম্পর্কে আপডেট থাকা;

- ব্যবসার প্রতিটি স্তরে ভ্যাট নীতি মেনে চলার জন্য কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করা।


আমরা সবাই জানি, একটি দেশের অর্থনীতির অগ্রগতিতে ভ্যাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব হলো সঠিকভাবে ভ্যাট কমপ্লায়েন্স বজায় রাখা। এতে আমরা কেবল আইন মেনে চলছি না, বরং আমাদের ব্যবসাকে টেকসই এবং স্বনামধন্য করে তুলছি।


ধন্যবাদন্তে,

বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম

(ভ্যাট ফোরাম)


শ্রমিক এবং মানব সম্পদ সরবরাহ সেবার পার্থক্য

 আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

কয়েকদিন আগে আমি শ্রমিক এবং মানব সম্পদ সরবরাহ সেবার পার্থক্য বিষয়ে একটা টিপস দিয়েছিলাম। তারপর অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন লিখেছেন যে, তিনি মানব সম্পদ সরবরাহ সেবা নিয়েছেন। ভ্যাট চালানপত্র আছে। রেয়াত নিয়েছিলেন। তবে, তার রেয়াত বাতিল করতে বলা হয়েছে। কারণ, তিনি মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নিয়েছেন। 

এ ধরনের বক্তব্য সঠিক নয়। তিনি রেয়াত পাবেন। তিনি শ্রমিক নেননি। তিনি নিয়েছেন মানব সম্পদ সরবরাহ সেবা। সেবা সরবরাহকারী শ্রমিক হায়ার করেছেন। শ্রমিক হলো, সেবা সরবরাহকারীর উপকরণ, সেবা গ্রহণকারীর উপকরণ নয়। 

ধরুন, একজন ঠিকাদার ইট, রড, বালি, সিমেন্ট, ইঞ্জিনিয়ার, শ্রমিক ইত্যাদি ক্রয় করেন। এগুলো ঠিকাদারের উপকরণ। ‌ এগুলো ব্যবহার করে ঠিকাদার যে সেবা দেন, সেই সেবার শিরোনাম হলো, নির্মাণ সংস্থা সেবা। ঠিকাদার প্রকল্প কর্তৃপক্ষকে নির্মাণ সংস্থা সেবা প্রদান করেন; ইট, বালি, রড, সিমেন্ট, শ্রমিক, ইঞ্জিনিয়ার সরবরাহ করেন না। একইভাবে, মানব সম্পদ সরবরাহ সেবা দেয়া শ্রমিক সরবরাহ নয়। মানব সম্পদ সরবরাহ সেবা গ্রহণকারী উপকরণ কর রেয়াত পাবেন।

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ড. মোঃ আব্দুর রউফ।


বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ (ড. মোঃ আব্দুর রউফ স্যার)

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন -১ প্রথমে একটা জরুরী ও গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সেটা হলো, যদি...